কবিতায় চিরঞ্জীব হালদার

টেন্ডার

দগ্ধ কলিজার নীল প্রকোষ্ঠে ধ্বনিত হচ্ছে নাছোড় মিসাইল যা তুরস্কীয় রাগীদের হর্ষ ধ্বনি মনে হতে পারে। যুদ্ধপথের ভুল মানচিত্র ধরিয়ে দিয়ে পাঠিকা চলে গেছে অক্সফোর্ডে।

বিষাক্ত নদীগর্ভ থেকে উঠে আসা স্বাধীন মেটাফের গুলো তোমাকে ডাকে ব্যালকনি।
আকাশ থেকে তাপ ধার করে গোলাপবাগ পর্যন্ত হেঁটে আসতে কেউ তাকে দেখেনি।
আনন্দমঠের প্রত্যন্ত অধ্যায়ে কারা যেন তার নিরুদ্দেশপত্র হাতেড়াতে হাতড়াতে আলেকজান্দ্রিয়ায় ভীড় করছে।

তাদের নিঁভাজ গোড়ালি থেকে এক একটি ডাহুক উদ্ধার করে সড়ক পথের নিরালম্ব সরোবরে ছেড়ে দেওয়া হবে ।
আপনারা কত কম দামে তার টেন্ডার সরবরাহ করতে পারবেন।

Spread the love

You may also like...

error: Content is protected !!