কবিতায় চিরঞ্জীব হালদার

জোড়
শশী যাবে পুতুল নাচে
সঙ্গে যাবে প্রেম
তাদের সঙ্গে আর কে যাবে
যা বেথলেহেম।
তারা দেখতে তারা যাবে ব্ল্যাক-
হোল নিহারিকা
আকাশ তাদের মূল্য নেবে
আস্ত ষোল সিকা।
সে এক দ্বীপে বন্দী থাকে
কুসুম এবং শশী
তাদের সঙ্গে জীবন থাকে
দৃশ্যে অশ্ব অসি।
কুসুম ফোটে ডালে ডালে
বৃক্ষরা অলীক
হাতছানি দেয় গভীরপুরান
কল্পে ভাসে দিক।