T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় চিরঞ্জীব হালদার

চোখ
চৌকিদারের পোক্ত লাঠি
লাঠি নয় সে নজরকাঠি।
চৌকিদারের হালুম ছানা
বাবু দেখলে আস্ত কানা।
চশমা চৌকিদারের কালো
আগুন জ্বালো আগুন জ্বালো।
ধর্ষকের কাটছে নেশা
চৌকিদারের ঘুমই পেশা।
চৌকিদার চৌকিদার
হিটলারীতে হারবে জার।
এখন তাহার চারটে চোখ
চোখ বুজিয়ে খাচ্ছে কোক।