কবিতায় চিরঞ্জীব হালদার

উত্তর ইতিহাস
ইতিহাস নিভে যাওয়ার পর
প্যারাসাইট সিরিজের ঘুমন্ত মমি জেগে ওঠে।
মোড়ে মোড়ে এক পাগল
মর্গের মুখঢাকা নীল আলো লাগাতে বলেছে।
অতি সক্রিয় ভূগোল থেকে একটা কচ্ছপ
তার প্রাচীন ও যথেচ্ছ সবুজ গুহটাকে
ব্যবচ্ছেদ বিষারদের কাছে মেলে ধরবে
নপুংসক জন্মের তিল বর্ণনায়।
সুইস ব্যাঙ্কে এই তিলের আলাদা লকার আছে।
আপনি আতি পাতি লোক।
দাঁতে লেবু ঘসতে ঘসতে কবরখানায় চাঁদের অভিসার চিনতে পারেন যদিও।
ক্ষত বিক্ষত জন্মদ্বার থেকে বেরিয়ে আসছে
পালকহীন পাখিরা মোমবাতি ঠোঁটে নিয়ে।
নগরপাল তুমি মিলিয়ে নাও
নৈঃশব্দ্যের মিছিল কোন লোভ সনা়ক্ত করতে পারেন কিনা।