কবিতায় চিরঞ্জীব হালদার

উপহার
একটা ঘর উপহার দেবেন বলেছিলেন।
তিনদিকে জানালা।
অস্ফুট আধভেজা দরজা।
কাঁঠাল কাঠের ডিভান।
নিমদাঁতন রাখার সুষ্ঠ আধার।
সড়ক পথের সাথে দীর্ঘ সংযোগী এক ঘর।
এমনটা আপনার থেকে পেলেও পেতে পারি।
দেবেন কি দেবেননা খোলসা করতে পারেন।
বিনিময় মূল্যের কথাবার্তা একপ্রকার বকেয়া থেকে গেছে।
আপনি একজন ধারালো মানুষ।
কথা দিয়ে কথা না রাখার বিপক্ষে।
অনেকেই জানেন স্নানঘাটের বাঁশরি বাউল আপনার বান্ধব।
খিড়কি ও সদরের মধ্যে খলবল কথাবার্তা হবে।
সিন্দুকে কামিনী ও কাঞ্চন রাখার আসন না থাক
দু’চারটে পথের পাঁচালী ও আয়নার মর্মকথা থাকবে এ আর এমন কি।
অবিনাশ দত্তলেনের আপনি এক কথার মানুষ।
একটা ঘর উপহার দেবেন বলেছিলেন।