কবিতায় চিরঞ্জীব হালদার

আত্মগোপন সূত্র
তাহলে সব রক্তমাংসেরা মিথ্যের সমাহার।
চোখ ও মন মিথ্যে।
নাচের মুদ্রা মিথ্যে।
জলপ্রপাতের জলছবিও তাই।
প্রভাবশালী সংগঠিত মিথ্যেগুলো ভুলের সমাহার।
ভঙ্গুর সৌন্দর্য থেকে উড়ে যাচ্ছে একটা চাতক ।কণ্ঠস্বর থেকে বিবিক্ত আর্তি গুলো অভ্রকুচির মতো হরণ করছে বাতাস।
মিথ্যে দাম্পত্যের ভেতর চুপিসারে ঢুকে পড়ছে চতুর আয়না।
তুমি জানো না সময়কে ঘুম পাড়িয়ে কারা পাণ্ডুলিপির পরাভব ঠোকরাতে ঠোকরাতে ঢুকে পড়বে পানশালায়।
হে অচেতন বিদ্যাসুন্দর এখন কার কাছে কোলাহল গচ্ছিত রাখবে।
আশ্চর্য দিনপঞ্জির ভেতর এখন মিথ্যে ভয় পেয়ে আত্মগোপন করে আছে।