কবিতায় চিরঞ্জীব হালদার
by
senbxitantfi
·
Published
· Updated
বিষাদ
কুয়াসাকে যদি তুমি যোজননাগর বলে ডাকো।
অপঠিত পৃষ্ঠার নিরুদ্দেশ অক্ষর থেকে নিঠুর
পক্ষীমাতার ও জন্ম হতে পারে।
রহস্যমেদুর রূপটান ছেড়ে যে ঘাতক ভুলে যায়
সিঁড়িদের সাথে অন্তিম আলাপচারিতা।
লিখে রাখো লিপিকার ছোরা ও খাপের মাঝে
কোন মধ্যবর্তী ছায়া ছিল কিনা।
আমাদের ডাকগুলো ক্রমাগত ক্রেডিট কার্ডের ডালে ডালে ঝুলে থাকা আহত বাঁদুড়।
আমরা পরমান্ন রাঁধি যাতনাশষ্যের অতিকথনে।
কুয়াশার ছুটি নেই সে শুধু বাউলের মত নিরুত্তর
আগমবিনয়ী।
এসো ফেনাসিগ্ধ মহাযান উট বিষাদমহোৎসবে।