কবিতায় চিরঞ্জীব হালদার
খেলা
কিনা মাছি ভোঁ ভোঁ
অথৈ জলেকে ছোঁ
খোলা চোখে দু’জনা
থামানো যাবেনা গোঁ।
কিনা মাছি সবখানে
ওড়ো দেখি আশমানে
নেই ফুল মূল জুড়ে
ভুল করে কাকে ছোঁ।
কানা মাছি আমি আছি
এসো দোঁহে পান ছাচি
নজর না দিলে কাঁচি
চলানোর নেই যো।
মাছি আজ মাছি কাল
জমিটাও যে নাবাল
মহাকাল দেখে হাসে
হিহি হিহি হাহা হো।
আহা মাছি আয় দলে
শরীরে হৃদয় ঢলে
আগুনে যদি না গলে
ইয়েস হবে কি নো।