কবিতা গুচ্ছ তে চিরঞ্জীব হালদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১| ইজাজত
আজ সকালের ইজাজত নদী।
দুই বাঁকে রুপসী ময়ূরপঙ্খী বক।
তার হৃদয়ের দুই দিকে
লম্বা ঠোঁট আর দীর্ঘ পদযুগল।
ভাসো মনোনিবেশ
ঘাস ও বীজের মনোকণা।
দাগ লাগা সাদা পোশাক ও নাবিকের
প্রত্ম বিবেক।
অঘটন পটীয়সী ধ্রুবক ঈর্ষাসহচরী।
মেহনতী জল তাকে আজ আতিথ্যে ঠেকেছে।
২| স্বর ও লিপি
যেন কৃষ্ণ কাজু নক্ষত্র
ফুটে আছে।
এক নিবিড় গলদেশে।
এ কোন ম্লান রশ্মিকথন নয়।
চিরাচরিত পরিতাপ আর বিধুর
গোপন কলা থেকে নেমে আসা অলীক সরিসৃপের
স্বপ্নীল পদচারনা দিয়ে সে কদমপথিক।
যে কাগজেই ঠিকানা লিখি না কেন
প্লুত ভাষ্কর্যের রতিকুমকুমের সংলাপ
মনে হয়।
ভিতরের রেড়ালটা ক্রমাগত ঠকে যায়
কোন এক অরক্ষনীয়ার সন্ধানে।
৩| শব্দ
শবফুল তুমি কিছু বলো।
পরাগ ও চেতনার মাঝে
জেগে থাকা সময়।
মৃত্যুর ভিতর জেগে থাকা
গোধূলি।
গোধূলির ভেতর জেগে থাকা আলোর উত্তরাধিকার।
আশ্চর্য মৃত্যু
কথা বলো।
কথা বলো রহস্যবিধুর।
গন্তব্য বলে কিছু হয়না।
এই যে হেমন্তের শ্মশান
সময়ের খুলিতে শৈশব ঢেলে
এক একটি জনপদে
পদব্রজ ভরিয়ে দিচ্ছে।
কবিতাই তার শব্দ রেনু।