কবিতায় চিরঞ্জীব হালদার

প্রেমিক

প্রেমের সুষম বন্টন নিয়ে যদি প্রশ্ন ওঠে
যদি গার্গী কে প্রশ্ন করা হয়
আপনার ভাতার আপনাকে না আপনার সতিনকে
উপহার দেবে দৈবেবাকযুদ্ধের পাওয়া হরিন
পশুরও কিছু জ্ঞান-গম্মি অবশিষ্ট আছে

আমাদের রসিক ঢেমনামি আর মস্করার ভেতর যে নদী
তার দুকুল প্লাবিত জোয়ারে ভেসে যাচ্ছেন জনগনেশ
আপনি কখন টাকমাথা মহিলার সাথে মেকানিক্যাল ড্রিল করবেন অবশ্য বুঝে উঠতে বেলা পার
আসলে তিনি একজন পরচুলা দপ্তরের আধিকারিক

এই নিন আমার অভিভাষণ পরিচয় পর্ব
এটা এক স্বদেশ লাঞ্ছিত নায়কের কলকাকলি ভাবতে পারেন

আপনি কি জানতেন পূর্ব পরিকল্পিত সড়কপথ
চুম্বন কারীগরদের চিঠির অলৌকিক হরফেরা
ইউরেকা ইউরেকা বলে এগিয়ে আসছে আপনার
প্রমান সাইজের কাট আউটের দিকে

দেখো কেমন হেসে ওঠে অর্বাচীন হরিন।

Spread the love

You may also like...

error: Content is protected !!