কবিতায় চিরঞ্জীব হালদার

নয়
অভিনয় মিথ্যে হয়ে যাক
সত্যির ভিতরে সত্যিটা।
রামধনু হাসে একা একা
খেলা চলে গামা আর বিটা।
ঘুম মিথ্যে মিথ্যে স্রোত টান
তুমি নেই আজানের ভোর।
মরসুমী ফল হাসে একা
একা কর নিজেকে আদর।
আদর এক বাউল সন্ন্যাস
আচরন দাস আগা গোড়া
ভুল নয় ভুলের মাশুল
শীল থাকে নিরুদ্দেশ নোড়া।