কবিতায় চিরঞ্জীব হালদার

আমার মাতৃভাষা
নক্ষত্র থেকে যদি কান্না ঝরে পড়ে
যদি ধরে নিই এক একটি অক্ষর করুনার সমাহার আমার গন্তব্যে কোন মাটি নেই
যদি ধরে নিই নক্ষত্র থেকে সারি সারি নেমে আসছে ক্ষনপ্রভা গার্গীর অলৌকিক আমিত্ব
যদি দেববর্নারা কুমারটুলির এক একটি শারদচন্দ্রমা
আমার গন্তব্যে সেই রিকশাচালক যার পুড়ুয়ার ছেলের দোয়াত এক একটি ভোরের আজান
আমার সব পান্ডুলিপি যদি ধরে নেই বিবস্ত্র পুড়িয়ে ফেলছে আমার প্রেমিকা
সমস্ত নিরক্ষর ড্রাইভার তবুও লুঙ্গির খুঁটে সযত্নে বহন করবে সহজপাঠের মরমীপৃষ্ঠা
আকাশের জঠোর থেকে নেমে আসছে হেমলক
দেখো কান্নার রঙে অনুদিত হচ্ছে আমার মাতৃভাষা