কবিতায় চন্দন দাশগুপ্ত

স্বাধীনতা, সত্যিই এসেছিলে?
তুমি কি সত্যিই এসেছিলে?
আজকাল বিশ্বাস করতেই যে ইচ্ছে হয়না,
এ তোমার কেমনতরো আসা বাপু?
সাড়ে পাঁচ কেজি স্কুলব্যাগ পিঠে,
ওরা আজকাল ঘুড়ি ওড়াতেই ভুলে গেছে,
বরং পেটের দায়ে তৈরি করছে ঘুড়ি,
তুমি আসার আটাত্তর বছর পরেও…
উনুনের আঁচে পুড়ে খাক হচ্ছে জীবনের স্বপ্ন,
অ্যাসিড এঁকেছে কারো মুখে আলপনা,
বিড়ি তৈরিতে কাটে কারো শৈশব,
বিদেশীরা নয়, স্বদেশী দালাল সদম্ভে হাঁকে,
“ঝুড়ি ভর্তি চাকরি বিক্রি আছে”,
বিনয়-বাদল-ক্ষুদিরাম এসে দ্যাখো,
কী সুন্দর স্বাধীন হয়েছে দেশটা,
উঠতে বসতে দিতে হয় শুধু ঘুষ,
চোর-ডাকাত-দালালের রমরমা,
মরেও যে আজ নেই যে শান্তি,
টাকা না ছাড়লে পুড়বে না বডি,জানো?
পাড়ায় পাড়ায় জুয়ার আসরে,
দিব্যি কাটছে দিন,
সিগারেট ফুঁকে ছাত্র সমাজ,
গীটার বাজায় বেশ,
ভুলেছে সেতার, ভুলেছে প্রণাম,
ওরা ধন্য করেছে দেশ……..
স্বাধীনতা, তুমি সত্যিই এসেছিলে?