কবিতায় চন্দন দাশগুপ্ত

শুধু আছে আক্ষেপ
রাতের আঁধার জমাট,
ব্যথায় বুকটা ভরাট,
সেই ঝিলমিল রাতে,
জ্যোৎস্নার মৃদু অভিঘাতে,
ডানা মেলেছিল যারা,
স্বপ্নগুলো নিয়েই তারা,
চলে গেছে না-ফেরার দেশে,
পায়নি কাউকে ওরা পাশে,
সেই অপার্থিব বেদনার স্মৃতি,
আজ শুধু কিছু বিস্মৃতি,
শব্দগুলো হয়ে গেছে গান,
খুঁজে নিয়ে অন্তরের টান,
জানি না কোথায় আছে ওরা,
প্রাণ আজ তাই দিশেহারা।