কবিতায় চন্দন দাশগুপ্ত

পাহাড় ডাকছে
ডাকছে, পাহাড় ডাকছে,
সেই ডাক শুনতে পেয়েছি,
হৃদয়ের গভীরে আমূল বিঁধে থাকা,
ভালবাসার ক্ষতে,
তপ্ত সুদীর্ঘ দিনের শেষে,
যেদিন আত্মবিয়োগকালে,
সুদূর মহাকাশ থেকে আসা,
এক আশ্চর্য আবছা আলোয়,
ভরে গিয়েছিল চরাচর,
নিঃসঙ্গ পথে হেঁটে যাবার সময়,
ছায়াঘেরা বিষণ্ণতায় ঘেরা,
সেই দিন-রাতের ম্লান সন্ধিক্ষণে,
শুনেছিলাম পাহাড়ের উদাত্ত আহ্বান,
কর্মক্লান্ত দেহের প্রতিটি রোমকূপে……
চিরকালের মত মিলিয়ে যাবার আগে,
পাহাড়ের ডাকে, পাহাড়েরই কোলে।