কবিতায় চন্দন দাশগুপ্ত

দখলদার
দখল করেছি রাস্তার মোড়,
দখল করেছি রেলের জমি,
দখল করেছি সব ফুটপাথ,
দখল করেছি শৈশব,
দখল করেছি ভোটের বাক্স,
দখল করেছি জলাভূমি,
দখল করেছি ইউনিয়ন,
দখল করেছি পাড়া,
দখল করেছি টিভির চ্যানেল,
দখল করেছি ক্লাব,
দখল করেছি ভেজাল দেবার অধিকার,
দখল করেছি শিল্প-সংস্কৃতি,
দখল করেছি একান্নবর্তী পরিবার,
তবে আজও পারিনি…
দখল করতে—-প্রেম-ভালবাসা-বিশ্বাস।