কবিতায় চন্দন দাশগুপ্ত

আশ্চর্য অনুভব
নিঃশব্দে বিপ্লব ঘটেনি,
হয়নি মোটেই ঝড়,
নেমেছিল শুধু বৃষ্টি,
বুকের অনেক গভীরে,
সেখানে থাকে শুধুই,
অনুভূতির ছোঁয়া,
ভিজে যাওয়া অরণ্যের,
দাবানলের মতোই,
যাকে মোটেই দেখা যায়না,
যার অস্তিত্ব বোঝা যায়,
শুধু ধোঁয়ার চলাচলে,
যে আগুন ধ্বংস করে,
সম্পর্কের ভিত,
পুড়িয়ে দেয়,
ভবিষ্যতের স্বপ্ন,
তাইতো এই বৃষ্টিকে,
এতো বেশি ভালবাসি,
যা নেভাতে পারে,
বুকের ভেতরে জ্বলা আগুনকে,
চিরকালের মতো।