কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী
নীরবতা – ১৯
সন্ন্যাস নেওয়া মানে কি নিজের কবর খোড়া?
চার দেওয়ালের মাঝে ঝিঁঝিঁরা ডাকে
কিন্তু কবর
সে তো বীভৎস!
উপর থেকে বেশ ত্যাগী হওয়া যায়
ডুবে ডুবে সাঁতার
অথচ যারা যন্ত্রণায় পোশাক ছেড়েছে
সামান্য দুঃখ মেনে সোঁপে দিয়েছে নিজেকে
শ্মশানে চিতা সাজাতে
শীতে সেঁক, গরমে ফোস্কা
তার অধিক কতটা পুড়লে চিতা-সয্যা?
সেদিনের অপেক্ষা
প্রতিটি কবর-শ্মশান তার প্রমাণপত্র!