কবিতায় চিরন্তন ব্যানার্জি

কাঁথা

ঠান্ডা খেজুর রসের মতো ভোর,
রাত কুয়াশা ঘিরছে আমার দোর ;
সবুজ মাঠে হলুদ ফুলের সারি,
একলা বানাই স্মৃতির কলমকারি।
স্মৃতির গায়ে হাল্কা তুষের ওম,
পাল্টে যাওয়া সেটাই তো নিয়ম –
যেমন করে শীত চলে যায় ধীরে ;
চেনা লোকের হাত ছাড়িয়ে ভিড়ে।
তেমন করে জীবন ও যায় দূরে,
রাখালিয়া বাঁশির মেঠো সুরে ;
তবু বাকি খানিক চাওয়া পাওয়া,
সহজ তো নয় সহজ করে যাওয়া।
সেসব ভুলে রোদ্দুরে পিঠ রাখি,
বিশ্বভুবন, যতই বলো ফাঁকি –
তবুও কেমন কমলালেবুর সাথে,
ফুরিয়ে গেলেও গন্ধ থাকে হাতে।
এই জীবনের অম্ল মধুর স্বাদ,
আজ ভুলেছি অনন্ত বিষাদ ;
দূরে কোথাও রাইকিশোরী বসে,
কাঁথা কাজের ফুল তুলে যায়
নকশি বালাপোষে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।