কবিতা সিরিজে চিরঞ্জিৎ বৈরাগী

নীরবতা-১২

আর। কবিতাগুলির অত লাইক নেই
কমেন্ট বাটনেও মরিচা পড়বে পড়বে
শীতঘুমে কুনোব্যাঙ
দেরি থাকলেও ধৈর্য্যহীন
ওই যে পাখির ঠোঁটগুলো
শয়তানের নজরে, গিলেই ফেলবে
অথচ দোহাই দেবে চোদ্দপুরুষের
সবাই অত্যাধুনিক
ডিমের শরীর কিংবা বডি-স্প্রে
এবার। খাঁটি কথা
আতস-চশমায় সিকিউরিটি-ইউজার
এত আয়োজন থেকেও
সামান্য সুগারের দখল নিয়ে প্রশ্ন
ডায়াবেটিস নয় তো?
রক্ষা করো প্রভু! জয় মা তারা
Spread the love

You may also like...

error: Content is protected !!