জন্মের প্রথম শুভক্ষন – এ চন্দ্রশেখর ভট্টাচার্য্য

মল্লিকা
বিছানার পাশে রাখা টেবিল ল্যাম্পের আবছা আলোয় এখনও তোমার ছায়া দেখি মল্লিকা
তোমার পায়ের নীচে বয়ে চলা নদী
নদীর ওপরে ভাসমান একলা মাঝি ।
তোমার লেখার খাতা সজত্নে রাখা আছে মল্লিকা
রাখা আছে ঝরনা কলম বইয়ের তাকে
ধুলো মুছে রেখে দিই
প্রত্যেক জন্ম দিনে ।
অনেক বছর হল
তোমার কলম থেকে রক্ত ঝরেনি
ঝরেনি আগুন , যে আগুন পোড়াতে পারত অপরাধ
অনেক বছর হল প্রতিবাদ পায়নি ভাষা ।
বহুদিন শুকনো পাতার খস খস শব্দ শুনিনি
নুপূরের ঝন ঝন বেজে ওঠা,
এখনও তোমার নামে রোজ
চিঠি আসে হলুদ খামে
খামের ভিতরে লেখা – প্রণাম নিও
এখনও তোমাকে যারা ভালোবাসে ।
আজ দেখ তোমার জন্য শুধু, শুধু তোমারই জন্য
কত ফুল, কত কলরব , এই কবিতা আসর
যদি পারো ঐ ছবি থেকে একবার চোখ ঝাপটাও
টেবিলের এক কোনে আমাকে দেখ
রজনীগন্ধা হাতে বসে আছি
তোমার সুবোধ বালক ।