দশ ফুট বাই দশ ফুটের রং-চটা চার দেওয়াল এর গা থেকে ছিটকে আসা শব্দগুলো আকুপাংচার এর সূঁচের মত বিঁধে যাচ্ছে শরীরে।অসার অংশে রক্তের বিন্দু ফুটে উঠলেও যন্ত্রণা নেই।
এইটুকুই যা শুভ… অতি আশাবাদীদের কাছে।
এই আশাবাদী দের দড়িটা ছোঁয়ার চেষ্টা করে রোমি…কিন্তু ট্র্যাকেই হোঁচট খেয়ে ছিটকে পড়ে বারবার।সম্পর্কের দোহাই দিয়ে যারা ট্র্যাক থেকে টেনে হিঁচড়ে তুলে তাকে দড়িটার বড় লোভ দেখায় … তাদেরই ক্ষণিক পরে দেখে, শত্রু পক্ষের করমর্দনে উল্লসিত অধ্যায়ে।
…দশ ফুট বাই দশ ফুটের দেওয়াল আরো ছোট হয়ে আসে দমবন্ধ করা খুপরিতে পা বাড়ায় …ওই রেসের দড়িটা তখন অনেক অনেক দূরে বড় আবছা …
অন্ধকার ঘরের নীল আলো তার শরীরে ধীরে ধীরে হাত বুলায় … তারপর ? সেই নটে গাছটি মুড়ালো।