মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১২৮
বিষয় – সমাজ

বিবেকহীন মনুষ্যত্ব

বিবেক হেলান দিয়ে মানুষ ঘুমায় আজ,
লাঠি মেরে অনাথকে চালায় তাদের রাজ।
মনুষ্যত্ব বনবাসী, দয়া-মায়া দেশছাড়া
পেলাম না পেলাম না সবার মাঝেই তাড়া।

আমি দেখে শুনে ছাড়ি হতাশার এক শ্বাস,
চারিদিকে দেখি আজ শুধু হত্যা আর লাশ।
মারামারি দলাদলি জঘন্য সবার মন,
দয়া-মায়া মমতায় নেই ভালো কোন জন।

পিতৃমাতৃহীন যারা সমাজে অনাথ শিশু,
তারাই তো নেতাদের আদরের প্রিয় যীশু।
জয়ের জন্য যে হত্যা করে দুর্বৃত্তরা,
ধর্ষণ,খুন করে অপরাধ করে তারা।

অর্থের প্রলোভনে জীবনটা করে দান,
ধর্মের অজুহাতে নোংরামির অবদান।
নেতাদের মতিগতি নাজেহাল মেহনতী,
শুধু তারা সুখ চাই হোক না কারো ক্ষতি।

খালি হাতে এসেছিলে খালি হাতে ফিরে যাবে,
ক্ষমতায় আছো বলে পরধন লুটে খাবে।
মুখোশটা ছিঁড়ে ফেলে আসল প্রকাশ করি,
কলমটা হাতে নিয়ে সমাজে চাবুক মারি।

Spread the love

You may also like...

error: Content is protected !!