মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ৮৭
বিষয় – ঈদ
এলো খুশির ঈদ
রমজানের ই রোজার শেষে
এলো খুশির ঈদ,
সেই খুশির আনন্দ গানে
জাগলো সবার হৃদ।
বছর ঘুরে ঈদ এলে
সবাই আনন্দে ভাসে,
আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব
সকলকে ভালো বাসে।
বছর বছর রমজান আসে
উঠে নতুন চাঁদ,
যাকাত ফিতরা মিললে পরে
ভাঙছে খুশির বাঁধ।
ঈদের ছোঁয়ায় বাজলো প্রাণে
খুশিতে নাচে মন,
মাতা-পিতা,ভ্রাতা-ভগ্নী
মিলবে আপন জন।
নতুন পোশাক পরে সবে
মাথায় টুপি দিয়ে,
সুগন্ধি আতর মেখে নিয়ে
নামাজ পড়ে গিয়ে।
হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে
বলবে মনের কথা,
নামাজ শেষে কোলাকুলিতে
মুছবে সকল ব্যথা।
কোরমা,পোলাও,বিরিয়ানি
সিমাই কিংবা লাচ্ছা,
নানান রকম খানা-পিনায়
দিনটা যায় আচ্ছা।
পবিত্র ঈদ-উল-ফিতরে
মনটা রেখো সাফ,
পাপী-তাপী সবার ফরিয়াদ
আল্লাহ করবেন মাফ।
পাপের বোঝা শূন্য করে
শান্তিতে থাকো ভবে,
দুঃখীর দুঃখ করলে দূর
জন্ম সার্থক হবে।