নিখিলেশ স্বাধীনতায়
শুনে রেখো।
সত্যের একটি দানা থেকে
তৈরি হোক, গজিয়ে উঠুক
মিথ্যার মহীরুহ।
বাস্তবের নিন্দায় যারা মিথ্যা বলে
তাদের কথা শুনো না।
তোমার মিথ্যা হোক
সত্যের থেকেও যুক্তিপূর্ণ
ও ধারালো।
ক্লান্ত পথিক যেন সেই মিথ্যের কোলে
এতটুকু শান্তি পায়,
জ্বালা জুড়ায়।