ক্যাফে কাব্যে চিত্রা মুখার্জী

সুধা
এসো, প্রকৃতির মাঝে
হারিয়ে যাই সবাই মিলে,
খুঁজে পেতে চেষ্টা করি
শুধু একবার নিজেকে।
সুখ দুঃখ ভালোলাগা, ভালোবাসা
সব কিছু বন্দি আছে প্রকৃতির সিন্দুকে,
ডানা মেলে ধর সুগভীর নীলাকাশে
জমে থাকা বিষাক্ত বায়ু মুক্ত হবে।
ভুল করেও মেরো না ছুড়ি প্রকৃতির বুকে
খেলো না হোলি রক্ত দিয়ে,
কৃতঘ্ন না হয়ে, কৃতজ্ঞ হও প্রকৃতির জন্যে,
যার বুকের সুধায় আমরা উঠি বেড়ে।