মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরার সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৮৬
বিষয় – মে দিবস
মহান মে দিবস
আমরা মেহনতী আমরা শ্রমিক
কৃষক,কুলি,মজুর,
সভ্যতার উন্নয়নে ইমারত গড়ি,
লাঙ্গল টানি দস্তুর।
আট ঘন্টা কাজের শেষে
পাইনা ন্যায্য মূল্য,
মাথার ঘাম পায়ে ফেলি
শোষণ অগ্নি তুল্য।
ইটভাটায় আর চায়ের দোকানে
দু’মুঠো ভাতের খোঁজে,
হাড়ভাঙ্গা পরিশ্রম করে মরি
সকাল-দুপুর-সাঁঝে।
আজও ধর্নায় শ্রমিক কর্মী
তপ্ত ময়দান,রাজপথে,
হে মার্কেটে বুলেটের আঘাতে
স্তব্ধ শ্রমিক শান্তিরথে।
কলকারখানা আজ হয়েছে বন্ধ
শ্রমিক ছাঁটাই চারিদিকে,
আধুনিক বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্রে
কর্মবিহীন অটোমেশিনের যুগে।
তাজমহলের পাথরে চাপা আজও
কান্নার শব্দ শুনি,
পরিযায়ী শ্রমিকের মৃতদেহে বলো
কিকরে সুখস্বপ্ন বুনি।
বিষাক্ত ভাইরাস ওড়ে বাতাসে
সারাবিশ্বে লেগেছে মড়ক,
ভ্যাকসিন নিতে বিশাল লাইন
ভর্তি হাসপাতালের সড়ক।
শিশু শ্রমিক দেশের লজ্জা
এতো জাতির অপমান,
ইস্কুলমুখী করতে হবে তাদের
রক্ষার্থে শৈশব সম্মান।
কবির কলম শব্দের বানে
ঝলসে উঠুক আজ,
শ্রমিকের সাথে হাত মিলিয়ে
বন্ধে,স্বৈরতন্ত্রের রাজ।
পহেলা মে মহান দিবসে
করি শপথ অঙ্গীকার,
শোষণের বিরুদ্ধে আদায়ের অধিকার
মুষ্টিবদ্ধ হাত জোটবদ্ধতার।