আমার কিছু বন্ধু ছিল খেলার মাঠে,
বন্ধু, যারা মনের সুতোয় নক্সা কাটে।
আমার কিছু বন্ধু ছিল আসল নকল,
বন্ধু, যারা আদতে সব আস্ত পাগল।
আমার কিছু বন্ধু ছিল বেঞ্চে ক্লাশের,
বন্ধু ছিল রাত-বিরেতের, এক গেলাসের।
বন্ধু যারা হারিয়ে গেছে চলার পথে,
মনে রাখার কথা ছিল সব শপথে।
ভুলিনি তো, তুলে রাখা আলমারিতে
ছেলেবেলার রঙীন কাগজ জরির ফিতে।
মাঝে মাঝেই ধুলো ঝেড়ে ফিরে তাকাই
হারিয়ে যাওয়া বন্ধুগুলোর ওম খুঁজে পাই।
চল ফিরে যাই আরেকবার ওই সুখের দিনে,
মাঝবয়েসী মুখে নেবো বন্ধু চিনে।
কাজ আছে তোর, বললে, মোটেও শুনছি না যে
বুকের মধ্যে ছেলেবেলার সেতার বাজে।
সেই সেতারে বন্ধু আছিস মীড়ে মীড়ে
বন্ধু, তোকে এই কবিতা খুঁজছে ভীড়ে।