বুকের ভিতর জল জমেছে, ভরা ভাদর মাস
নদীর ওপর কলার ভেলায় তারার নীচে বাস;
একটা আকাশ, একটা নদী, অনেকখানি ক্ষেত-
এই পৃথিবীর শরীর জুড়ে ছলকে ওঠে রেত;
সে সঙ্গমে জন্ম আমার লক্ষ হাজারবার,
হালের টানে জাগলো সীতা, জাত জানো কি তার?
চোখের ওপর চোখ রেখেছি, হাতের ওপর হাত,
স্নানের শেষে ভাত রেঁধেছি,
হাসতে গিয়ে খুব কেঁদেছি,
চোখের তারায় পার হয়ে যায় অনন্ত দিন-রাত;
দক্ষিণে তার অভয়বাণী, বামহাতে সম্পাত।