মার্গে অনন্য সম্মান চিত্রা বন্দ্যোপাধ্যায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক কবিতা প্রতিযোগিতা পর্ব – ১৩০
বিষয় – ঈদ
ঈদ মোবারক
বছর ঘুরে ঈদ এসেছে
ঈদ মোবারক ভাই,
যাকাত ফিতরা পেয়ে সবার
খুশির সীমা নাই!
তাকবির তুলে ঈদগাহ মাঠে
যায় আনন্দিত মনে,
নামাজের পর কোলাকুলি করে
বন্ধু সকল জনে।
ঈদ সুবাদে সবার ঘরে
আসুক খুশির বান,
ক্ষুধার্তের মুখে অন্ন দিয়ে
বস্ত্র করো দান।
ঈদের বার্তা মানব সেবা
জ্বালিয়ে প্রেমের আলো,
সৌহার্দ্যের ভ্রাতৃত্ব অটুট বন্ধনে
থাকুক সবাই ভালো।
নতুন পোশাকে আতর মেখে
সবার মুখে হাসি,
ফিরনি পোলাও কোর্মা খাবে
আনন্দ সাগরে ভাসি।
ঈদ মোবারক ঈদ মোবারক
এলো খুশির ঈদ,
অসহায় দরিদ্রের পাশে দাঁড়িয়ে
ধন্য হোক হৃদ।