।। নারী ও সমাজ ।। নিয়ে লেখায় ময়ূখ হালদার
আখখেত নির্জন ছাদ মুখোমুখি ব’সে আছি দু’জনে আচমকা সেই পড়ন্ত বিকেলে মেয়েটা হাসতে হাসতে আখখেত হয়ে যায় বিস্তীর্ণ সবুজ চাউনি গভীর সম্মোহন ঢুকে পড়ি ভুলভুলাইয়ার ভেতর কাটতে থাকি গোল গোল চক্কর একদিন বিক্রি হয়...