কবিতায়ণে অংশুজিৎ দাস
তব ভারতমাতার কোলে জন্ম যদি, ধন্য তব ‘আত্মা’,ধন্য দেহ,প্রান। যতেক জন্ম হোক না তবুও ইহ জন্ম শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠতর সম্মান। হেথায় পূজিত পানী,বাতাস,গগন, রচিত বেদ,উপনিষদ ন্যায় মহাগ্রন্থ। বিশ্বে যেথায় ঈর্ষা,দ্বন্দ্ব,দ্বেষ। সেথায় ভারত বহিছে সহিষ্ণুতার...