কবিতায় শীতল বিশ্বাস (গুচ্ছ)
জন্ম কথা একটা কবিতা লেখার জন্য আকাশ থেকে পেড়ে আনতে পারি চাঁদ,তারার ঝুমকো,কিংবা রাত্রিঞ্চরীর ডানায় খদ্যোৎ জোছনা,পারি রাতের দীর্ঘশ্বাস প্রলম্বিত করতে—-অন্ধকারের আবেগকে আলোর বিমূর্ততা জানাতে,আবারো গল্পের প্রয়োজনে সূর্যালোকিত দিনমান হানি,অক্ষর গুলো টেনে সাজিয়ে দিতে...