সাপ্তাহিক ধারাবাহিকে শ্রীরাজ মিত্র (পর্ব – ২)
ছায়াপথ, গুঁড়ো ছাই দ্বিতীয় কিস্তি আবার হয়তো চুরমার হয়ে যাবে শব্দের মিছিল, ব্যাকস্পেশে। অন্ধকার ছাদে বসে আমি আজ আঙুল ছুঁইয়ে লিখছি। কাগজ কলমের ভৌত জারণে যতটা সচ্ছন্দতা আসে, এখনও এসব আধুনিক যন্ত্র-অনুষঙ্গে আসেনি। আমি...