ক্যাফে কাব্যে দেবারতি চন্দ রায়
পেন্ডরা বোকা বাক্সের তর্জন গর্জন তর্জনী তুলে দোষ ধরাধরি। জাত ধর্ম নির্বিশেষে, দল বদলের দলে দলাদলি। নিপাট ভদ্র সাধারণ মানুষ রাস্তা ঘাটে বোবা কালা। ড্রয়িংরুমে পেন্ডরার সহবাস, দীর্ঘশ্বাসে ভুলায় জ্বালা। ধারাপাতে আটকে চোখ, চায়ের...