সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায় (পর্ব – ১০)
ইচ্ছামণি পর্ব ১০ আজকেও একটা বিচ্ছিরি স্বপ্ন দেখে রুমা আধোঘুমে কোঁকাতে শুরু করেছিল। অতীন ঠেলতেই বলল, “ভয় করছে, তুমি আমার পাশে এসে শোও।” ঘুমের মধ্যে বৌয়ের সান্নিধ্যের খুব একটা অভিলাষ না থাকলেও একটু গাঁইগুঁই...