T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় চ্যাটার্জী অমল

চিরসত্য
বহু সুখ,অ-সুখের সাক্ষী প্রবীণ ইতিহাসের শরীরে
বর্ণহীন সময়ের আনাগোনায় রঙ হয়েছে ক্ষয়াটে।
তোমার যত ফেলে যাওয়া দিনের পাতা ওল্টাতে
ওল্টাতে আঙুলগুলো যেন কারো দর্পের হুঙ্কারে
থেমে গেল , যেখানে নামের খুশিরঙের অক্ষরগুলো
এখনো পোকায় কাটেনি, দিব্যি তিল তিসি তামা নিয়ে
সঙ্কল্প করে যায় কেড়ে নেয়া ভালোবাসার ।
সময়ের সাথে স্মৃতিগুলোর সব পাতা সব ফুল
একে একে ঝরে গেলো , কিছুতেই স্মরণ আসেনা
কখন কিভাবে হৃদয়ের হাত বাড়িয়ে
পরিচয়পত্রে সই করেছিলাম , কখন কীভাবে
অষ্টদলপদ্মে প্রেমের ঘট বসিয়েছিলাম।
জীবনের এই মহাদৌড়ে প্রিয়জন থেকে প্রয়োজন
বড় বালাই, মুখোশের আড়ালে কত যে মুখোশ
বিষ গাছের চারা পোঁতে,স্বার্থের কুট কৌশলে কতো
জ্যান্ত সম্পর্ক কবরের নিচে প্রেমের কবিতা পড়ে ,
তোমার শত্রু আমার মিত্র এটাই চিরসত্য মেনে
কতো ভালোবাসা ফুলমালা গলায় টাঙানো থাকে
স্বার্থের দেওয়ালে।