T3 || ঘুড়ি || সংখ্যায় চ্যাটার্জী অমল

অভিনয়
ভুলে গেছিস তো ? সেটাই স্বাভাবিক, আমাদের
জীবনটা ববিনের সুতোর মতো কখন যে টুক করে
ছিড়ে যাবে… তবে এত সহজেই যে তুই ভুলে যাবি… !
আসলে সময়ের ঝাঁপি থেকে কিছুটা সময় নিয়ম করে
পড়ালেখায় খরচ না করলে নিয়মের নিগড়ে পড়ে
মানুষ ভুলেই যায়। তুই মানিস আর নাই মানিস আজ
পর্যন্ত অধ্যবসায়ের কোনো বিকল্প নেই
মটকা মেরে ভান অনেকেই করে, অজুহাতের আড়াল
দিয়ে ইনিয়ে বিনিয়ে চেষ্টা করে শাক দিয়ে মাছ ঢাকার ,
এক গাল হেসে পরিচিত মুদ্রায় করে নিখুঁত নাটক,
মিষ্টি কথার মিহি সুরে চিকন চিক ঝুলিয়ে ঝিলিক তুলে
নিজেদের অস্তিত্ব করে ফ্যাকাশে
আমি তো জানি তুই কখনোই ওইরকম না
লক্ষ্য ছোঁয়ার তিলক কেটে সারাদিনে পড়ালেখাটাই
তোর স্বপ্নের জগৎ ,এমনকি জোয়ান রাতেও সঙ্গী হতো
নামতার কৌশল আর ঝলসে ওঠা ডানপিটে বর্ণমালার
পেখম ।
চলমান জীবনের অন্তরালে আমরা সুযোগ সন্ধানী,
ভুলে থাকার বিভোর স্বপ্নে ভাবনার হৃদয়ে জটিল
সমীকরণ , রক্ত স্রোতে বইছে অবিশ্বাসের প্রবাহ
খোলা জানলার হাঁমুখ দিয়ে পাছে কেউ চেয়ে বসে
প্রিয় শব্দ তাই অন্ধ অহমিকায় ছোট করেছি মনের
পরিধি, কখনোবা স্বার্থের তাগিদে সৎ সেজে করি
ভুলে না থাকার অভিনয় ।।