T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় বিউটি সাহা

আজ কোজাগরী
দুচোখ সরায় উপবিষ্ট লক্ষ্মী মা
ধানের ছড়ায় আবৃত তাঁর দেহ,
কলার বাকল রূপ পেয়েছে নৌকায়
আমার বাবার হাতের ছোঁয়া মেখে ,
বাণিজ্য নৌকা সেজেছে পাল তুলে
পঞ্চশস্য আর সোনা রূপায় মুড়ে,
অনেক যত্নে সাজিয়েছে তাকে
আমার বাবার ভক্তি আর স্নেহ।
আমার মায়ের লাল পাড় সাদা শাড়ি
কপালে লাল টিপ,মাথায় তোলা আঁচল।
ফল ফুল নৈবেদ্য আর পূজার উপাচারে
মা লক্ষ্মীর পাঁচালি পড়েন একমনে
বাজেনা কাঁসর, বাজেনা ঘন্টা ,
শুধু উলুধ্বনি আর শঙ্খের জয় জয়কার।
মা লক্ষ্মী আসেন তুষ্ট হয়ে, রেখে যান
পায়ের ছাপ,
কিছু ধান ছড়িয়ে পড়ে সবার অলক্ষে
মা লক্ষ্মীর পাটায়,
আর ওই আকাশের এক কোণ থেকে
ছড়িয়ে পড়ে এক উজ্জ্বল আলো
সারা ঘরময়।
আজ কোজাগরী,মা লক্ষ্মী মর্তে এলেন
সবার আরাধনায়।