ক্যাফে কাব্যে বাবলু সরকার

নাম
তোর নাম একটা আছে
ও নামের স্বপ্নও আছে
আমি নাম ও স্বপ্নের কাঙাল নই
কাঙাল নই তোর ধুমসো ধুমসো
চা বাগান গুলোর
আমি অনেক টা রাত চরা
নিশি পাখির মতোন
ডেকে উঠলেই মানুষের
আতঙ্কে ঘুম ভেঙে যায়
আমি ওই পাখির মতো
বাসা বাঁধি খড় কুটো ও জঙ্গলের গাছে
যে গাছের নিচে
তোর শব সাধনা
চৈনিক সভ্যতার অনেক আগে
আমি সেই শব সাধনার ভিতর
মন্ত্রের মতো হাড় কঙ্কালে মিশে যেতে চাই।