T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় বিদিশা সরকার

বকুলের আত্মজীবনী
যারা বৃক্ষরোপণ করেছিল আনুষ্ঠানিক ভাবে …
ছায়া সম্পর্কিত নাতিদীর্ঘ সুললিত ধ্বনি
তাদের আকাশে ভাসমান ফানুসের তাপাঙ্ক বিষয়ে তারাও জানেনা
কুয়োর থেকে বালতি বালতি অন্ধকার ঢেলে দিয়েছিল
অশ্বখুরাকৃতি হ্রদে
যমুনা ফিরে গিয়েছিল জলের দরে
মাধবের মোড়ে ইশারা ইঙ্গিতে
চালান হয়ে যাচ্ছিল জোছনার পথের পাঁচালি
এমন ভূয়সী অঙ্গরাগে শিউলিও শিউরে উঠেছিল
পাতায় পাতায় হিমেল নিরালা
ভাবুকের নির্জনতা শুধু একবার বিরবির করে
প্রসন্নকে বলেছিল, পরমা
উত্তাপে সর পড়লে ফুঁ দিয়ে নিভিয়ে দিতে পারে বাগান বাড়ির ঝারবাতি
আতরের মলমে বকুলের আত্মজীবনী
সমস্ত উচ্চারণকে মন্দ্র সপ্তকে বেঁধে বেঁচে আছে বৃক্ষসম্ভব।