কবিতায় বদরুদ্দোজা শেখু

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত ঠাকুরপাড়া গ্রামে ইং ১৯৫৫ সালের ২রা ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন। বাবা সাইফুদ্দীন সেখ ক্ষুদ্র চাষী, মা ফজরেতুননেশা বিবি গৃহবধূ। কবি শিক্ষায় গণিতশাস্ত্রে স্নাতকোত্তর, নেশায় লেখালিখি। বিবাহিত।শোভা গোস্বামীকে বিয়ে করেছেন। এ যাবৎ কবির প্রকাশিত কাব্যগ্রন্থ---- অলৌকিক আত্মঘাত, দুঃস্বপ্নের নগরে নিভৃত নগ্ন,শব্দ ভেঙে সংলাপ , আরো থোড়া দূর (২০১৯ )এবং পরী ও পেয়ালা (২০২০ ) । কবিতা প্রকাশের উল্লেখযোগ্য পত্রপত্রিকা---- অদলবদল, সপ্তাহ,পূর্বাভাস,জাগরী ,দৌড়, কবিতীর্থ প্রভৃতি । কবিতালেখায় কবি কাব্যতরী, কথাওকাব্য, কুসুম সাহিত্য অঙ্গন ,চন্দ্রমল্লিকা ,শব্দনগর, একুশে বর্ণমালা, কল্পকথা সাহিত্য পরিক্রমা প্রভৃতি সাহিত্য গোষ্ঠী থেকে একাধিক সম্মাননা পেয়েছেন। কবি অল্পস্বল্প অণুগল্প ও ছোট গল্পও লিখেন।

গন্তব্য 

দিল্লী যাচ্ছি ভীষণ গরমে দিল্লী যাচ্ছি
দ্বন্দ্ব-দ্বিধায় চেনা অচেনার গন্ধ পাচ্ছি ,
ভীষণ গরমে নবীশি শিক্ষায় দু’মাস কাটবে
শ্রমে শিক্ষায় পূর্ণ হতেই হয়তো চাচ্ছি —
মহৎ নিষ্ঠায় মনের পৃষ্ঠায় স্বপ্ন হাঁটবে
যাচ্ছি যখন, অন্ততঃ কিছু দোস্তি জুটবে
সভ্য সভায় নব্য সখ্যে মস্তি ফুটবে
মস্তি না-হোক, স্বস্তি ফুটবে সূর্যগন্ধী–
ভবিতব্যের গন্তব্য কী যে ভাগ্যে জুটবে
ভাবছি সেটাই ,ফতুর ভাগ্যের চতুর সন্ধি ।
উড়ে যায় মন রাধার মতন যমুনা জলকে ,
সকাল দুপুর বাজে বাঁশিসুর চলকে’ চলকে’
পল-পলকের দোলকে দুলছে ইচ্ছাপত্র
যত্রতত্র পড়ছে ইচ্ছা ছলকে’ ছলকে’,
ছলকে’ পড়ছে বিক্ষিপ্তেচ্ছার দীক্ষাসত্র।
বন্ধুরা বলে, এবার তোমার জুটবে সঙ্গী
জুটবে তোমার প্রেমের মানিক অন্তরঙ্গী ,
ছুঁয়ে যায় মন প্রিয় উচাটন স্বপন-তন্বী
রঙীন সঙ্গী দেহ-বিভঙ্গে নীল বিহঙ্গী–
শ্যামল বরণ সুঠাম গড়ন ভরা লাবণ্যি ।
ধন্যি মানছি এই মন্ত্রণা , হয়তো মিথ্যে,
তবুও এটাই গ্রহণ করছি সরল চিত্তে
সরল চিত্তে উড়ছে বিরল প্রেমের পক্ষী
উড়ছে প্রশ্ন মগ্ন মোহন মানস-বৃত্তে—
পাবো কি এতেই চির-চাওয়া সেই ধর্মলক্ষ্মী ??
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।