রাজাবাজার মহিলা কলেজের
সেই চারটি মেয়ে…
সময় সরণি বেয়ে
স্মৃতির পটেতে আজো লেখা আছে
হিন্দুর রক্ত দিয়ে।
সেদিন ছিল দেশ ভাঙ্গার
প্রত্যক্ষ সংগ্রামের দিন।
মুখে পান গুঁজে, হাতে বিড়ি ধরে
আরব রক্ত ঋণ।
১৬ই আগস্ট ছেচল্লিশের
কোন সে প্রদোষ কালে,
চাচা বেরাদর তাকবির তুলে
খুন মাখাল ভালে।
সেই চারটি মেয়ে…
সময় সরণি বেয়ে
পিছু হটে দেখো – আজও কাঁদিছে
জানালার ফাঁক দিয়ে।
আরব পিশাচ নরপশু যত
লুঠেছে তাদের হায়া,
শিক কাবাবের মত করে তারা
গেঁথেছে চারটি কায়া।
দশকের পর দশক গেছে
ফিরে তাকায়নি কেউ।
রাজপথে রোজ ডেকেছে শুধু
সেকুলারিজম ফেউ।
সেই চারটি মেয়ে…
সময় সরণি বেয়ে
স্মৃতির মুকুরে আজও কাঁদিছে
রক্তের শোধ চেয়ে।