ক্যাফে কাব্যে বাবলু সরকার

ওর্না
ওর্না টা
খুলে ফেললে কী হবে
সাদা পাতার গুলো র গায়
সাদা সাদা ছত্রাক জন্মাবে
গলে যাবে ফুল শব নীহারিকা
কিংবা বড়োজোর অন্ধকারে
জ্বলে ছাই হয়ে যাবে চীনা
অথবা কাগজী লেবুর ফল
তাই অপেক্ষায় থাকলাম
আবার কবে সূর্য জন্ম নেবে
আবার কবে সূর্য আলো দেবে
আর সেই সূর্যের আলোয়
আমি ওর্না সরিয়ে দেখে নেব
তোর লেবু ফুলের বাগান।