কবিতায় বলরুমে বিজুরিকা চক্রবর্তী

নাবিক
এইদিক ভাবে এরাই জিতেছে,
ওইদিক ভাবে ওরা;
আসল যাদের বিচার পাওয়ার-
বিচার কি পেল তারা?
চারিদিক হতে প্রতিবাদ হলো,
সমর্থক এত শত,
শত্রুতারও তো খামতি হলো না,
ব্যাঙ্গও হলো কত!
এরই মাঝে তবু প্রশ্ন চিহ্ন,
‘রক্ত কি হলো মোছা?’
এরপরেও তো সৃষ্টি হচ্ছে-
নির্ভয়া এক গোছা!
যতটুকু আজ মোছা গেল-
সে তো প্রমাণের দায় ভারে!
‘দোষী যারা ছিল তাদের কি হবে?’
প্রশ্ন যে বারে বারে!
এসবের মাঝে গুলিয়ে ফেলার-
ভুল হয়ে যায় খুবই,
তাইতো এখনো এই পোড়া দেশ-
দেখছে জাহাজ ডুবি;
কালকেও ফের ঘটবে ঘটনা,
আজকেও কতকটা,
দৈনিকে ফের ছাপতেও পারে-
এইসব এটা ওটা;
ক্ষতিপূরণ তো রয়েছেই,
আর চিন্তার কিবা আছে?!
অহরহ খুবই আকছার-
এইসব আমাদের কাছে,
তবু সাধারণে এখনো তো-
সেই নাবিকের করি খোঁজ,
পাঁক থেকে টেনে জীবগুলো কে-
যে মানুষ বানাবে রোজ।।