নীল জল
সদ্যোজাত গাছের কাছে পিপাসার্ত পাখি
গোধূলি বেলায় তার পথে যায় অচেনা সখি,
বোঝে না ও পাখি তার যে বিপদ সংশয়….
তবুও পথ চলে অচেনা সখি সাথে,বিপর্যয়
আসে,তখন বলে,ও নতুন গাছ তোমার ছায়া
নেই কেন? আমি যে বড় ক্লান্ত….
জলে ভেজা সবুজ পাতারা কথা হীনা হয়…
চুপ থাকা ছাড়া নেই যে উপায়…।
তবুও, টুপ্ টুপ্ করে দু’ ফোঁটা জল পড়ে,
অন্ধকারে একাকী পাখি শাখা খুঁজে মরে..
এ নব উদ্ভিদ ডালপালা নেই তার এখনও
পাখি ছোটে সখি সাথে অন্য অন্য কোথাও।
মাটি তো কেবল বিশুদ্ধ খাঁটি, গাছ দাঁড়ায়
সহনশীলা মাটি বলে,থাকো আমার উপর ভয়
কি?পাখি,গাছ সবাই তো সেই ভূমির উপর
জল আসে কার আঁখি থেকে পত্রের উপর?
পিপাসার্ত পাখি জল ছোঁয় হৃদয়ে ও ডানায়
ঠোঁট তার শুকিয়েছে অচেনা নেশায়…
নিঃসঙ্গ যোগী বৈশাখী মেঘ ভাসে দূর গগনে
নীলজলে শাখা বিস্তার করে সদ্যোজাত লগনে।।