কবিতায় বিজন মণ্ডল

২০১০ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি । বর্তমানে কণ্ঠ শিল্পী হিসেবে নিয়োজিত । কবিতা লেখার পাশাপাশি ভৌতিক কাহিনী লেখা এবং পড়ায় বিশেষ আগ্রহী । প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

নীরব শহর

আমার শহরে আজ কোন কলরব নেই
নেই হৈ হুল্লোর রঙতামাশা
আছে কেবল এক রাশ নিস্তব্ধতা ।
মাটির ভাড়ে চায়ে চুমুক দিতে দিতে
আড্ডা বাজি আজ আর চোখে পড়ে না ।
ফুটপাতে দাঁড়িয়ে আনমনা হয়ে
সিগারেটের ধোঁয়া ওড়ানো নেই ।
ও দাদা, দেখে রাস্তা পার হতে পারো না..
বলা, অটো ওয়ালাদের চিৎকার নেই ।
ধর্মতলা ধর্মতলা বলে চিৎকার করা
বাস কন্ডাক্টরদের টিকিট টিকিট কথাগুলো
জমে আছে কোন এক অজানা গলিতে ।
৬টা ৫এর বা ৭টা ২৯এর লোকাল গুলোর অপেক্ষায়
কেউ ভীড় করে না ১নং বা ৫নং প্ল্যাটফর্মে ।
স্তব্ধ নাগরিক জীবন ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।