কবিতায় বর্ণালী মুখার্জী

প্রকৃতি
সভ্যতার ঊষালগ্ন থেকে মুঠো ভরে নিয়েছি প্রকৃতি থেকে অনেক কিছু
বিনিময়ে দেওয়া হয়নি কিছুই।
ঋণের বোঝা বেড়ে চলেছে প্রতিনিয়ত
পাহাড় কেটে গড়ে উঠেছে রাস্তা,
দুষ্প্রাপ্য বৃক্ষ কেটে তৈরি হয়েছে ইমারত।
তুমি উদার ধৈর্যশীলা ক্ষমাশীলা সর্বং সহা হয়ে দাঁড়িয়ে রয়েছো সহস্রবৎসর ধরে,
দু বাহু বাড়িয়ে আগলে রেখেছো মাতৃসম প্রেমে।
তোমাকেই আমরা করেছি ধ্বংস নিষ্ঠুর দানবের বেশে
লোভী রক্তবীজের দল প্রলয় খেলায় উঠেছে মেতে।
প্রতিদিন প্রতিনিয়ত বদলে যাচ্ছে আমাদের চেনা পৃথিবীর রূপ
ফলস্বরূপ কোথাও অতি বৃষ্টি কোথাও অনাবৃষ্টি কোথাও বা ভূমিকম্প,
প্রকৃতি নিজের ভারসাম্য হারিয়ে ফেলছে দিনে দিনে।
আমরাই পারি গড়ে তুলতে এক সুস্থ সুন্দর পৃথিবী
এসো তবে হাতে হাত মিলে গড়ি তবে সবে সোনার স্বর্ণভূমি।।