দিব্যি কাব্যিতে বেদশ্রুতি মুখার্জী

তোমার – আমার অপ্রেম
তোমার অপ্রেম আর আমার ভালোবাসার মধ্যে বরাবরই পানিট্যাঙ্কির ট্রাফিক অকারণ,
গুঁড়ো গুঁড়ো কথাচশমার কাঁচেও দেখা যায় তোমার অপ্রেম অ্যাক্সিডেন্ট প্রোন জোন।
যতবারই তোমায় দেখব ভাবি, অন্ধ হয়ে যাই,
তোমার এক্স বা বেস্ট ফ্রেন্ডরা আমার কেড়ে নেয় লাটাই।
কি বলা উচিত এখন সেটাই পড়ছে না ঠিক মনে,
নির্বাক আলোআঁধারি চলচ্চিত্রটাও কখনো পুরস্কার পেয়েছিল অপরাজিত গহীনে।
এখন তোমার মনের ঘরে রোজ সুগন্ধী চাল ফোটায় কেউ,
উপচে পড়ছে আঙিনা যেন জগন্নাথধামের ঢেউ।
আমি এখন অপরিচিতা থানপরা ব্লকসাদা এক ফেউ,
তোমার চোদ্দ পাক ডিঙাতে গিয়ে আমার এজন্মে মরেই গেল যত ঢেউ।
সাত জম্ম কথা দিয়েছ জানি, অ্যাই শোনো অষ্টমটা রেখো,
জানোই তো অষ্টমে অলওয়েজ মিরাকেল হয়, হাসি নয় বাঁশি নিয়ে এসো,
রুক্মিণীরা কঠিন জ্যামে পড়ুক তখন, রাধেকৃষ্ণ পদাবলী গাক সবাই,
একসাথে আবার সুর ধরব কেমন – “আমি রাধার মতো কলঙ্ক যে চাই”…