সাতে পাঁচে কবিতায় বিদ্যুৎ কুমার ব্যানার্জ্জী

বিসর্জন

সূর্যমুখী দীপ্ত দীঘল শরীর
মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই একমুঠো ছাই ।
একটা ছোট্ট মাটির ভাঁড়েই কুলিয়ে গেলে তুমি ।
গঙ্গায় ভাসিয়ে দিলাম,একটু ভেসেই ডুব দিলে তুমি
আমি তখনও একটুও কাঁদিনি কিন্তু ।
সদ্য মৃত, প্রিয় পিতার শব গোল করে ঘিরে শোকার্ত সবাই,
আর আমি দোতলার ব্যালকনির রেলিং আঁকড়ে,
অসহায় জেষ্ঠ্য পুত্র,
সেদিন ও এক ফোঁটাও অশ্রুপাত করিনি ।
তারপর, যেদিন প্রথম বৃষ্টি নামল ,
ছুটে গেলাম মুষল ধারা বৃষ্টির নীচে আর
আমার বুকে ফাটল ধরিয়ে নামল তুমুল বারিধারা ।
আজও সব শূন্যতা আঁকড়ে,
আমি একান্তে একলা নদীর কিনারায়।
ঈশান কোনে কালো মেঘ জমেছে ,বৃষ্টির সংকেত ।
আমার বুকে শোকের গর্জন,
আমি বসে রইলাম বসেই রইলাম
আর একবার ভিজবার অপেক্ষায় ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।